Deyale Deyale (দেয়ালে দেয়ালে) Bangla Song Lyrics:
শিরোনামঃ Deyale Deyale (দেয়ালে দেয়ালে)
কন্ঠঃ Minar Rahman (মিনার রহমান)
কথাঃ Robiul Islam Jibon (রবিউল ইসলাম জীবন)
সুরঃ Minar Rahman (মিনার রহমান)
সঙ্গীতঃ Emon Chowdhury (ইমন চৌধুরী)
টেলিফিল্মঃ Tomar Amar Prem (তোমার আমার প্রেম)
Deyale Deyale (দেয়ালে দেয়ালে) Lyrics:
বলনা কেন তুমি বহুদূর,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর
জানো না তুমি হীনা এ আমার,
স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর।।
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি,
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।
কত রাত কেটে গেছে আধারে ,
নেইতো ভোরের দেখা বোঝাবো কিভাবে?
কত ঘুম মিশে গেছে অজানায়
জানে শুধু দু‘চোখ ভুল সে স্বভাবে।
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি,
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।
তবু আমি তোমার অপেক্ষায়
দেখবো নতুন দিনের আলো।
বেঁচে থাকার আশ্রয় তুমি
তোমাকেই শুধু বাসি ভালো।
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি,
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।
বলনা কেন তুমি বহুদূর,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর
জানো না তুমি হীনা এ আমার,
স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর।
Don't Forget to see trading song: Abar Brishti Hobe Lyrics by Minar Rahman And Shusmita Anis