Bodnam (বদনাম) Bangla Natok Song Full Lyrics | Bodnam Song Lyrics


Bodnaam (বদনাম) is the latest Bengali Song Sung by Shyan Sarkar. Music Composed by Sayan Bhattacharya. Bodnaam Lyrics In Bengali Written by Shyan Sarkar and Song Programming Arrangements, Mixing and Mastering By Shyan Sarkar.


Bodnam Song Credit:

  • Song: Bodnam | বদনাম
  • Type : Drama OST
  • Singer : Nishat Barua
  • Director : B.U. Shuvo
  • Cinematography : Biswajit Dutta
  • Edit & Colour : Rajib
  • Executive Producer : Pijush Sen Benu
  • Content Provider : MK Production
  • Production and Label : MK Premier Station
  • Cast:
  • Mehazabien Chowdhy (মেহেজাবিন চৌধুরী)
  • S.N. Joney (এস এন জনি)


Bodnam (বদনাম) Bangla Natok Song Lyrics:

তুই বৃষ্টি হলেও পারতিস

মেঘ ভেঙ্গে তেড়ে নামতিস

তোকে গয়ে জড়িয়ে পথ হাঁটতাম

কিংবা রৌদ্র হলেও চলত৤

শরীর খড়তাপে পুড়ত৤

তোর ছোয়ায় আমি দরদর ঘামতাম,

বদনাম হলেও হতো বদনাম

তোর নামের শেষে

থাকতো আমার নাম৤

বদনাম হলেও হতো বদনাম

তোর নামের শেষে

থাকতো আমার নাম


তুই চাঁদ হলেও জমতো


হাসি বাঁধ ভেঙ্গেই থামতো,

তোকে দেখে দেখে রাত কাটাতাম৤

কিংবা ফুল হয়ে ফুটতিস

হাওয়ায় তোর

আতর করতো ফিস ফিস৤

তোর নামের নেশায় বুদ হয়ে থাকতাম

বদনাম হলেও হতো বদনাম

তোর নামের শেষে

থাকতো আমার নাম


যদি বুকের ভেতর থাকতিস,


বড় জায়গা ছিলো ভাগ্যিস৤

তোকে নিয়েই সব সময় চলতাম

কিংবা ফড়িং হয়ে ছুটতিস,

ঘাসের ডগায় গিয়ে বসতিস

তোর পিছু পিছু আমি দৌড়াতাম৤

বদনাম হলেও হতো বদনাম

তোর নামের শেষে

থাকতো আমার নাম৤

তুই বৃষ্টি হলেও পারতিস

মেঘ ভেঙ্গে তেড়ে নামতিস

তোকে গয়ে জড়িয়ে পথ হাঁটতাম

কিংবা রৌদ্র হলেও চলত৤

শরীর খড়তাপে পুড়ত৤

তোর ছোয়ায় আমি দরদর ঘামতাম,

বদনাম হলেও হতো বদনাম


তোর নামের শেষে

থাকতো আমার নাম

বদনাম হলেও হতো বদনাম

তোর নামের শেষে

থাকতো আমার নাম



See More Song Lyrics:

 Shoto Danar Projapoti Lyrics শত ডানার প্রজাপতি | Arafat Mohsin

 Moron Ami Chai Samz Vai Lyrics (মরণ আমি চাই) Bangla Song Lyrics