Jao Jani Na Lyrics (যাও জানি না) Lyrics - Arafat Mohsin & Raba Khan | Bangla Music Song [Lyrics 420 BD]


 Jao Jani Na Lyrics (যাও জানি না) Lyrics

Jao Jani Na Lyrics (যাও জানি না) Lyrics


Don't Forget To See Trending Song: Se Amar Hoilo Na Apon Lyrics Baul Sukumar


Jao jani na (যাও জানি না) Lyrics :

যাও জানি না, 

কিছু জানি না,

মন কি খোঁজে

 তবু কেন বোঝে না। 


কেন হাসি গান সুখ আর সয় না,

মনের আকাশে কেন পাখি উড়ে না,

কেন তোমার পানে 

বসে থাকি জানি না। 


যাও জানি না, কিছু জানি না,

মন কি খোঁজে 

তবু কেন বোঝে না। 


কেন হাসি গান সুখ আর সয় না,

মনের আকাশে কেন পাখি উড়ে না,

কেন তোমার পানে বসে থাকি জানি না। 


সময় তো আর থেমে নেই,

মনের কথা মনে তেই,

গোপনে স্বপনে কল্পনায়, 

তুমি রবে। - [ ২ বার ] 


কেন হাসি গান সুখ আর সয় না,

মনের আকাশে কেন পাখি উড়ে না,

কেন তোমার পানে 

বসে থাকি জানি না। 


তোমার চোখের ইশারায়,

কি যেন আমায় বলতে চায়। 

কি মায়ার বাঁধনে,

বেঁধেছো কখন কে জানে। - [ ২ বার ] 


কেন হাসি গান সুখ আর সয় না,

মনের আকাশে কেন পাখি উড়ে না,

কেন তোমার পানে 

বসে থাকি জানি না। 

][সমাপ্ত][


Watch Video Song Jao Jani na (যাও জানি না) Song:


Thanks For Visit My Website Please See More Lyrics Content,