Jonmo Amar Dhonno Holo | জন্ম আমার ধন্য হলো | Desher Gaan | Sabina Yasmin | Lyrics 420 BD



Song Credit:

  • শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
  • সুরকারঃ আজাদ রহমান
  • গীতিকারঃ নইম গহর


Lyrics:

জন্ম আমার ধন্য হলো মা'গো,

এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।।


তোমার কথায় হাসতে পারি,

তোমার কথায় কাঁদতে পারি,।।

মরতে পারি তোমার বুকে ।।

বুকেই যদি রাখো আমায়-

বুকে যদি রাখো মাগো।।

এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক


তোমার কথায় কথা বলি পাখীর গানের মত,

তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত,।।

তুমি আ--মা--র,

তুমি আমার খেলার পুতুল,

আমার পাশে থাকো মাগো।

এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক


তোমার প্রেমে তোমার গন্ধে

পরান ভরে রাখি,

এই তো আমার জীবন মরণ

এমনি যেন থাকি ।।

বুকে তো--মা--র,

বুকে তোমার ঘুমিয়ে গেলে

জাগিয়ে দিও নাকো আমায়

জাগিয়ে দিও নাকো মাগো।।


জন্ম আমার ধন্য হলো মাগো,

এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।।